আগামী জাতীয় নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন: বিএনপি যতই আন্দোলন সংগ্রাম করুক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে। কোন তত্বাবধায়ক সরকার বা অন্য কোন উপায়ে হবে না।

শনিবার সকালে টাঙ্গাইলর শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রম এর স্মরণসভা অনুষ্ঠানে যোগদানের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী।

এসময় তিনি বলেন: আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের অপশাসন, দুঃশাসন, সন্ত্রাস, জঙ্গিতোষণসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের পায়ের তলায় মাটি নেই । তাদের সাথে জনগণ নেই, তাদের আন্দোলনে কেউ সাড়া দেয় না। আমরা তাদের আন্দোলনে ভয় পাই না। রাজনৈতিকভাবে তাদের আন্দোলন সংগ্রাম প্রতিহত করার সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়া। আমরা সেই পরিবেশ তৈরি করে দিবো।

জিয়াউর রহমানের মরদেহ চন্দ্রিমা উদ্যানে থাকার ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক বলেন: বিএনপির একাধিক নেতা ও হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন আমরা শুনেছি সেদিন চন্দ্রিমা উদ্যানে যে লাশটি এসেছিল তার গায়ে সেনাবাহিনীর পোশাক পরা ছিল। সেখানে কোন কফিন ছিল না এবং কাফনের কাপড় পরা কোন লাশও দেখা যায়নি। এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, সত্য একদিন উন্মোচিত হবে।

এসময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসন, বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ জেলা শ্রমিক ফেডারেশনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী টাঙ্গাইল স্থানীয় পৌর উদ্যানে শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণসভায় যোগ দেন।

কৃষিমন্ত্রী