আগামীকাল প্রধানমন্ত্রী কুড়িগ্রাম যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে দেশজুড়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচি উদ্বোধন করবেন। ৫০ লাখ হতদরিদ্র পরিবার এ কর্মসূচির সুবিধা পাবে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কুড়িগ্রামের মানুষ।আগামীকাল প্রধানমন্ত্রীর সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর অঙ্গীকার পূরণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কুড়িগ্রামের চিলমারী থেকে এর সূচনা হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।কুড়িগ্রামে কর্মসূচির আওতায় চাল পাবে ১ লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার।

প্রধানমন্ত্রীর চিলমারী সফর নিয়ে উৎফুল্ল সাধারণ মানুষ। কর্মসূচি নিয়ে যেমন, প্রধানমন্ত্রীকে কাছে পাওয়াকে ঘিরেও আনন্দ তাদের।

ঐতিহ্যবাহী চিলমারী বন্দর আবার চালু করার পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, চিলমারী উপজেলা চেয়ারম্যানসহ এলাকাবাসী।

এক বছরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা কুড়িগ্রাম সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, এ বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল – এ পাঁচ মাস প্রতি পরিবারকে ৩০ কেজি করে প্রতি মাসে মাত্র ১০ টাকা মূল্যে চাল বিতরণ করতে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম যাচ্ছেন।

চিলমারীসহ কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ ঘোষণা আশা করছেন এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

কুড়িগ্রামপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা