আগামজাতের আলু চাষে ব্যস্ত যশোরের চাষিরা

যশোরে শুরু হয়েছে আগামজাতের আলু চাষ। অনুকূল আবহাওয়ায় গত বছরের লোকসান পুষিয়ে ওঠার আশা চাষীদের। কৃষি বিভাগও নিয়েছে নানা কর্মসূচি। 

যশোরের সাতমাইল, বারিনগর, নোঙ্গরপুর, খাজুরা, তীরের হাট, চৌগাছা, আবদুলপুরসহ আশপাশ এলাকায় এখন মাঠে মাঠে কৃষকের আলু রোপনের ব্যস্ততা।

গত বছর বৈরি আবহাওয়ায় ফলন বিপর্যয়ের শিকার হন অনেকেই। এবার অনুকূল আবহাওয়ায় আলুর ফলন নিয়ে নিয়ে আশাবাদী তারা।

তবে এ বছর আলু বীজের দাম বেশি। সার ও কিটনাশকের দাম বাড়ার পাশাপাশি শ্রমিকের মজুরি বেশি হওয়ায় বেড়ে গেছে উৎপাদন ব্যয়।

চলতি মৌসুমে যশোরে দু’হাজার পাঁচশ’ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক শেখ এমদাদ হোসেন।

আলু চাষ লাভজনক করে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ দিবস, কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আলু চাষসেমি লিড