আকিফাকে হত্যাকারী বাসের চালক মহিদের দুই দিনের রিমান্ড

শিশু আকিফা হত্যা মামলার প্রধান আসামি গঞ্জেরাজ পরিবহনের বাসের চালক মহিদ মিয়াকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার বেলা পৌনে ১২টায় কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এম মোর্শেদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

১২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেশ্বরদী এলাকা থেকে মহিদকে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কুষ্টিয়া আদালতের সদর জিআরও শাখা সূত্র জানায়, রোববার মামলার তদন্তকারি কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক সুমন কাদেরী মহিদকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বুধবার সকালে রিমান্ড শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক এম এম মোর্শেদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফয়সাল গঞ্জেরাজ নামের বাসটি গত ২৮ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় শিশু আকিফাসহ তার মাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আকিফা গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

সেমি লিড