আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে বললেন প্রধানমন্ত্রী

সঠিক সময়ে সম্মেলন করে আওয়ামী লীগকে গতিশীল রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: যারা জোর করে ক্ষমতা দখল করে, তাদের দায়িত্ব না থাকলেও দেশের প্রতি আওয়ামী লীগের দায়িত্ব আছে। জাতির পিতার হাতেগড়া সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। আওয়ামী লীগের ওপর মানুষের যে আস্থা ও বিশ্বাস; তা ধরে রাখতে হবে।

এসময় আঞ্জুমান মফিদুল ইসলামকে ১০ কোটি সহ ১৫ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি ৬৫ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের এ কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আওয়ামী লীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনা