আইসিসির সভাপতি পদের দৌড় শুরু হচ্ছে

মঙ্গলবার থেকে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। কেবলমাত্র এটি নিয়ে আলোচনা করতে টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবে সদস্য দেশগুলোর বোর্ড কর্মকর্তারা।

আগামী জুলাইয়ে দায়িত্বের মেয়াদ শেষ করবেন আইসিসির এখনকার সভাপতি শশাঙ্ক মনোহর। কোন প্রক্রিয়ায় তার উত্তরসূরি নির্বাচিত হবে মঙ্গলবার সেটিই জানাবে সংস্থাটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

গত দুবারের নিয়ম ছিল সভাপতি হতে প্রার্থীকে আইসিসির পরিচালকের পদ সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং তিনি কোনো বোর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। প্রার্থীর নাম কাউকে প্রস্তাব করতে হবে এবং উপযুক্ত সমর্থক থাকতে হতো। বোর্ড সদস্যরা শেষ পর্যন্ত প্রার্থীর তালিকা চূড়ান্ত করতেন।

২০১৬ সালে স্বাধীন পদ তৈরি হওয়ার পর আইসিসির সভাপতি নির্বাচিত হন ভারতের শশাঙ্ক মনোহর। এবার শোনা যাচ্ছে পদটির জন্য নির্বাচনে নামবেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের বিদায়ী সভাপতি কোলিং গ্রেভস। একই পদে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি নির্বাচনে দাঁড়ান, বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে পারে। এরইমধ্যে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ভারতের সাবেক অধিনায়ককে আইসিসির প্রধান হতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন সৌরভ। তবে এটি পরিষ্কার নয় যে এদিনই সৌরভ নির্বাচনের ঘোষণা দেবেন নাকি বৈঠকের শেষদিন অর্থাৎ, বৃহস্পতিবার গড়াবে কোনো চমক!

তিন দিনব্যাপী বৈঠকের দ্বিতীয়দিন আলোচনা হবে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়ে। সদ্যই ক্রিকেট কমিটির প্রস্তাবিত ক্রিকেটের নতুন নিয়মাবলি অনুমোদন ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে আলোচনায় বসবেন বোর্ডগুলোর প্রধান নির্বাহীরা। বিশ্বকাপের ভাগ্য সম্পর্কে জানা যাবে আগামী বৃহস্পতিবার।

আইসিসিগাঙ্গুলিগ্রেভসলিড স্পোর্টসসভাপতি