আইসিসিতে ইসরাইলি যুদ্ধাপরাধের প্রমাণ দিলো ফিলিস্তিন

আনুষ্ঠানিকভাবে ইসরাইলের যুদ্ধাপরাধের প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালতে(আইসিসি) দাখিল করেছে ফিলিস্তিনি। গাজায় যুদ্ধাপরাধের জন্য এর আগে আইসিসিতে মামলা করেছিলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার আইসিসি’র সভা শেষে এর প্রসিকিউটর ফাতো বেনসৌদার কাছে ইসরাইলের যুদ্ধাপরাধ সংক্রান্ত প্রমাণ তুলে দেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি। এতে গাজা যুদ্ধ, ফিলিস্তিন ভূ-খণ্ড দল ও বসতি স্থাপন সহ ইসরাইলের বেশ কিছু অপরাধের প্রমাণ তুলে ধরা হয়েছে।

আইসিসি’র কাছে প্রমাণ তুলে দিয়ে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো প্রতিহিংসার কারণে নয়, আমরা বিচারের জন্যই এটা করেছি।

তবে এই বিচার প্রক্রিয়া শুরু হতে কতোদিন লাগবে তা স্পষ্ট নয়। তার উপর ইসরাইল সহ অন্যান্য অনেক দেশই এই বিচার প্রক্রিয়ায় সাহায্য না করার সম্ভাবনা রয়েছে।

এ বছরই আন্তর্জাতিক আদালতে যোগ দেয় ফিলিস্তিন। আর ইসরাইল এই আদালতের সদস্য নয় এবং আদালতকে তারা স্বীকারও করে না।

২০১৪ সালের আগষ্টে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে চার মাসে ইসরাইলি হামলায় ২ হাজার ১শ’ ফিলিস্তিনি নিহত হয়। এই সংঘর্ষে ছয় সাধারণ নাগরিক বাদেও ৬৭ জন ইসরাইলি সেনা সদস্য নিহত হয়।

আইসিসিইসরাইলফিলিস্তিনযুদ্ধাপরাধ