আইফোনের ক্যামেরা হ্যাক করছে ফেসবুকের বাগ!

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ‘বাগ’ বা ত্রুটিপূর্ণ সফটওয়্যারের কারণে প্রতিবার ফেসবুক ব্যবহার করতে গিয়ে হ্যাক হয়ে যাচ্ছে ব্যবহারকারীর আইফোনের ক্যামেরা।

আর এ কথাটি স্বীকার করেছে ফেসবুক নিজেই।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ওই অনিচ্ছাকৃত ত্রুটির কারণে ব্যবহারকারী যতবারই তার আইফোন থেকে ফেসবুক অ্যাপে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে গেলেই নিজ থেকে অ্যাপটি ফোনের ক্যামেরা চালু করে দেয়।

বাগটি প্রথম আবিষ্কার করেন ৯৫ভিজ্যুয়াল নামের একটি ওয়েব ডিজাইন ফার্মের প্রতিষ্ঠাতা জশুয়া ম্যাডাক্স। পরীক্ষা করে দেখা গেছে, ত্রুটিটি শুধু অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই সক্রিয় হচ্ছে। অ্যান্ড্রয়েড ডিভাইসের ওপর এর কোনো প্রভাব নেই।

ম্যাডাক্স ত্রুটির প্রমাণ হিসেবে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি ফেসবুক স্ক্রল করতে থাকলেই ব্যাকগ্রাউন্ডে তার আইফোনের ক্যামেরা চালু হয়ে যাচ্ছে।

ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিবৃতিতে জানানো হয়েছে ত্রুটিটি সম্পূর্ণই অনিচ্ছাকৃত। বুধবারের মধ্যেই ত্রুটিটি সারিয়ে ফেলা হবে বলে আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল আইফোনআইফোনফেসবুক