আইপিএল নিয়ে ৮৫০ কোটির মামলা জিতল বিসিসিআই

২০০৯ সালের আইপিএল নিয়ে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে লম্বা সময় ধরে মামলা চলছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। দীর্ঘ সময় গড়িয়ে জয় হয়েছে বোর্ডটির, পুরষ্কার হিসেবে তারা পাচ্ছে ৮৫০ কোটি রুপি!

উচ্চ আদালতের সাবেক বিচারপতি সুজাতা মনোহর, মুকুনথাকম শর্মা ও এসএস নিজ্জারের সমন্বয়ে গঠিত প্যানেলের সামনে হাজিরা দিতে হয়েছে সাবেক বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠি ও আইপিএলের সাবেক পরিচালন কর্মকর্তা সুন্দর রামনকে। বিসিসিআই ও আইসিসির সাবেক প্রধান শশাঙ্ক মনোহরকেও হাজির হতে বলা হয়েছিল। তিনি হাজির না হওয়ায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

২০০৯ সালে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপকে সম্প্রচারকারী প্রতিষ্ঠান সনির দেয়া মিডিয়া সত্ত্বের খরচ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। ২০১০ সালের ২০ এপ্রিল ৮ ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের উপর মহলকে অবহিত না করে এই চুক্তি করেছিলেন তখনকার আইপিএল গভর্নিং বডির প্রধান লোলিত মোদি। সেই চুক্তির মূল্য ছিল ৪২৫ কোটি রুপি।

বিসিসিআইয়ের তখনকার সাধারণ সম্পাদক এন শ্রীনিবাসন ও প্রধান নির্বাহী বিষয়টি প্রকাশ্যে আসার পর বোর্ডের আইন বিষয়ক উপদেষ্টা সুন্দর রমনকে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।

১০ বছর ধরে মামলা চলার পর জয় হয়েছে বিসিসিআইয়ের। সাত বছরের সুদসহ ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের কাছে ৮৫০ কোটি রুপি পাওনা হয়েছে বোর্ডটির।

বর্তমানে অবশ্য ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের কোনো অস্তিত্ব নেই, এর মালিকানা এখন ফরাসী স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্ম ল্যাগারডের হাতে। ল্যাগারডেরে আবার স্পোর্টস উইংয়ের সত্ত্ব বিক্রি করেছে মিয়ামি ভিত্তিক ইকুইটি ফার্ম এইআইজি ক্যাপিটালের কাছে। ব্রিটিশ পত্রিকা মিররের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও কোনো জবাব দেয়নি এইআইজি।

আইপিএলবিসিসিআইলিড স্পোর্টস