আইপিএলে বিপিএলের প্রশংসা শুনেছেন ডি ভিলিয়ার্স

সিলেট থেকে: আইপিএলে নিয়মিত খেলেন এমন অনেক ক্রিকেটার বিপিএল খেলতেও আসেন নিয়মিত। এখানে খেলে যাওয়া অনেকের কাছেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টের খুব প্রশংসা শুনেছেন এবি ডি ভিলিয়ার্স। বিপিএলের ষষ্ঠ আসরে নিজে খেলতে এসে জানালেন সেসব কথা।

ডি ভিলিয়ার্স প্রথমবার বিপিএলে খেলতে এসেছেন রংপুর রাইডার্সের হয়ে। শনিবার অজি তারকা ডেভিড ওয়ার্নারের দল সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলবেন প্রোটিয়া বিস্ফোরক ব্যাটসম্যান। সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিপিএল মাতাতে আসা প্রোটিয়া তারকা।

‘বিপিএল সম্পর্কে এর আগে ভালো কথাই শুনেছি। আইপিএলে খেলা ক্রিকেটারদের কাছে আগেও বিপিএলের কথা শুনেছি। তারা বলেছিল, এখানকার ক্রিকেটের কোয়ালিটি অসাধারণ।’

‘এটি এমন একটি টুর্নামেন্ট যেটি কিনা প্রতি বছরই উত্তরোত্তর উন্নতি করছে। আমি বেশ খুশি এবছর টুর্নামেন্টটির অংশ হতে পেরে।’

২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিলেন ডি ভিলিয়ার্স। ৪ বছর পর আসতে পেরে দারুণ খুশি ডানহাতি এ ব্যাটসম্যান, ‘আমি বাংলাদেশে আসতে পছন্দ করি। অনেকদিন বাংলাদেশে আসা হয় না।’

ভিলিয়ার্স এমন সময়ে এলেন যখন রংপুর রাইডার্স টানা তিন ম্যাচ হেরে বিপদে আছে। মাশরাফীদের ৬ ম্যাচে জয় মাত্র দুটিতে। তবে তিনি আশাবাদী দ্রুতই ছন্দ ফিরে পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবং জায়াগা করে নেবে শেষ চারে।

‘আমি জানি রংপুর রাইডার্সের এর আগেও কিছু সাফল্য রয়েছে। আমাদের এখনও ছয়টা ম্যাচ বাকি আছে। ম্যাচগুলোতে ভালো খেলেই আশা করছি আমরা প্লে-অফ পর্বে জায়গা করে নিবো।’

এবি ডি ভিলিয়ার্সবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুরলিড স্পোর্টস