অস্ট্রেলিয়ার জন্য রানের পাহাড়ই গড়ল ইংল্যান্ড

প্রথম ইনিংস থেকেই লিড মিলেছে ৬৯ রানের। দ্বিতীয় ইনিংসে সেটাকে আরও বড় করে অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যের পাহাড়ই গড়ছে ইংল্যান্ড। ওভাল টেস্টে ৮ উইকেটে ৩১৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ইংলিশরা। এর মাঝেই লিড দাঁড়িয়ে গেছে ৩৮২ রানের।

বিনা উইকেটে ৯ রানে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড নতুন দিনে তাদের প্রথম উইকেট হারায় ৫৪ তোলার পর। ২০ করে নাথান লায়নের বলে উইকেটের পেছনে টিম পেইনকে ক্যাচ দেন ওপেনার ররি বার্নস। তার পথে কিছুক্ষণ বাদে ২১ রান করে ফেরেন অধিনায়ক জো রুট।

বার্নস ও রুট ফিরলেও উইকেটে থিতু হয়ে যান আরেক ওপেনার জো ডেনলি। সঙ্গী হিসেবে পেয়ে যান বেন স্টোকসকে। দুজনের ব্যাটিংয়েই মূলত বড় রানের রাস্তা খুঁজে পায় ইংলিশরা। দ্বিতীয় সেশনে আর কোনো উইকেটই পায়নি অজিরা।

দিনের তৃতীয় সেশনে এসে স্টোকসকে বোল্ড করে ১২৭ রানের জুটি ভাঙেন লায়ন। এর আগে ১১৫ বলে ৬৭ করে যা ক্ষতি করার করে গেছেন ইংলিশ অলরাউন্ডার।

স্টোকসের বিদায়ের তিন ওভার পরেই দিনের সেরা সাফল্য পায় অজিরা। আস্তে আস্তে যখন নিজের প্রথম সেঞ্চুরির দিকে হাঁটছিলেন ডেনলি, তখনই স্লিপে স্টিভেন স্মিথের ক্যাচ বানিয়ে তার স্বপ্ন ভাঙেন পিটার সিডল। প্রথম সেঞ্চুরির মাত্র ছয় রান দূরে থাকতে ২০৬ বলে ৯৪ করে আউট হয়েছেন এ ওপেনার।

ডেনলিকে হারানোর পর অল্প ব্যবধানে জনি বেয়ারস্টো ও স্যাম কারেনকেও হারায় ইংল্যান্ড। বেয়ারস্টো ১৪ এবং কারেন আউট হয়েছেন ১৭ রানে। পরে ৪৭ করা জস বাটলারকে ফেরান সিডল।

অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টস