অভিযানে নামতেই কেজি দরের তরমুজ পিস হিসেবে বিক্রি

মোরশেদ আলম: চাঁদপুরে ব্যাপক হারে তরমুজের দাম বৃদ্ধি এবং কেজি দরে বিক্রির খবরে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। তারা মাঠে নামার পর সিন্ডিকেট ব্যবসায়ীরা মুহূর্তেই কেজি দরের তরমুজ পিস হিসেবে বিক্রি করা শুরু করেছে। তবে আবার কেজি দরে তরমুজ বিক্রি করা হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে ক্রেতাদের মাঝে।

গত ক’দিন ধরে পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিল খুচরা বিক্রেতারা।

আজ চাঁদপুর শহরের ওয়ারলেস, বাস স্ট্যান্ড, পালবাজার, কালীবাড়ি শপথ চত্বর, বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকাসহ বিভিন্ন স্থানে ও খোলা বাজারের বিভিন্ন ফলের দোকানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

এসময় জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন কোন ব্যবসায়ী কেজি দরে তরমুজ বিক্রি করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।

অন্যদিকে মতলব বাজারে অস্বাভাবিক বাড়তি দামে তরমুজ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।

তরমুজমূল্যবৃদ্ধি