এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

অবৈধ বোলিং অ্যাকশন

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়াকে আবারও ‘নিষিদ্ধ’ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত আগস্টে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ চলাকালীন ২৫ বছর বয়সী ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ভারতের চেন্নাইয়ে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষাতে তার বোলিংয়ের ত্রুটি ধরা পড়ে।

এই নিয়ে দ্বিতীয়বারের জন্য নিষিদ্ধ হলেন লঙ্কান অফস্পিনার। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে ধনঞ্জয়াকে নিষিদ্ধ করেছিল আইসিসি। সেই নিষেধাজ্ঞা অল্প সময়ের জন্য হলেও এবার তাকে লম্বা সময়ের জন্য শাস্তি পেতে হচ্ছে। ২০২০ সালের ২৯ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বলবত্‍‌ থাকবে।

গত বছরের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল। তখন বায়োমেকানিক্যাল পরীক্ষায় পাস করতে না পেরে, সাময়িকভাবে নিষিদ্ধও হয়েছিলেন তিনি। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে গল টেস্টে বোলিংয়ের সময় আবার ধনঞ্জয়ার বোলিং নিয়ে প্রশ্ন ওঠে। বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন ফিল্ড আম্পায়াররা।

গল টেস্ট জয়ে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ধনঞ্জয়া। ম্যাচের প্রথম ইনিংসে ৩০ ওভার বোলিং করে ৫ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার বল করে নেন এক উইকেট।

অবৈধ বোলিং অ্যাকশনধনঞ্জয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট