পাহাড়ে কমছে না মা ও নবজাতকের মৃত্যু

ডাক্তার সংকট, আর্থিক অসচ্ছলতা ও কুসংস্কারের কারণে রাঙ্গামাটিতে কমছে না গর্ভবতী মা ও নবজাতকের মৃত্যু। ২০১৮ সালে রাঙ্গামাটিতে ৫৫ নবজাতক ও ১০ জন গর্ভবতী মায়ের মৃত্যু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় এখনো ওঝা ও বৈদ্যর উপরই নির্ভর পাহাড়ের সহজ সরল মানুষ। 

রাঙ্গামাটি সদরের দুর্গম গ্রাম কেল্লামুড়া। নৌ পথে শহর থেকে প্রায় ঘণ্টাখানেকের দূরত্ব এই গ্রামের। গ্রামে পৌঁছে ঘণ্টাখানেক পাহাড়ি পথ বেয়ে পৌঁঁছতে হয় লুম্বিনী পাড়ায়। পাড়ায় দুই হাজার পরিবারের বসবাস। আধুনিক কোনো সুযোগ-সুবিধা এখানে নেই বললেই চলে।

দরিদ্রপ্রাধান এলাকায় ডাক্তার সংকটের পাশাপাশি কুসংস্কারের কারণে গ্রামীণ পাহাড়ি এলাকায় স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে না গর্ভবতী মা ও নবজাতকের।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শিশু বিশেষজ্ঞ রয়েছেন মাত্র একজন। গাইনি বিভাগের চিকিৎসকের পদটি দীর্ঘদিন ধরে খালি।

নবজাতকের মৃত্যুরাঙ্গামাটি