অদ্ভুতুড়ে ফল

প্রতিদিন যেসব ফল আমরা খাই সেগুলোই একটু ভিন্ন রকমের হলেই কিন্তু আমাদের একটু খটকা লাগে। প্রকৃতির অদ্ভুত খেয়ালে ফলেই ফুটে ওঠে মানুষের চেহারা কিংবা বিভিন্ন অঙ্গের আঁকার। তেমনই কিছু অদ্ভুতুড়ে ফল নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচারটি।

আঙ্গুরের ছবিটি প্রকাশিত হয়েছিল রেডইটে। চিকন লম্বা এই আঙ্গুরটি যেন একটি আঙ্গুলের মতো দেখতে।
এটি একটি স্ট্রবেরি। একদম যেন বুড়ো আঙ্গুল উঁচিয়ে থাম্বস আপ দেখাচ্ছে স্ট্রবেরিটি।
চায়নার একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র একটি টমেটোতে বড় এক কামড় বসিয়ে অবাক হয়ে গেল। কারণ টমেটোর ভেতরে লুকিয়ে ছিল একটি আস্ত স্ট্রবেরি। যাকে বলে ‘একের ভেতরে দুই।’
এটি কলা। কলার মন খুবই খারাপ। ভাবছেন কলার আবার মন কিসের? নিজেই খেয়াল করে দেখুন, কলায় ফুটে উঠেছে দুঃখী চেহারা
এটা খুব সাধারণ একটি মরিচ। কিন্তু দেখতে নিঃসন্দেহে অসাধারণ। কারণ মরিচটি দেখলে একটি মুঠো করা হাতের মতো।
ক্যাপসিকামটিতে যেন ফুটে উঠেছে বয়স্ক কোনো ব্যাক্তির চেহারা।
কলাছবিফলমরিচস্ট্রবেরি