৮১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

টানা ৮১ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে বেগম জিয়ার পরবর্তী শারীরিক অবস্থা জানানো হবে। পুর্ণাঙ্গ চিকিৎসার জন্য বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

বাসায় ফেরার খবরে এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসার সামনে ভিড় জমান দলীয় নেতাকর্মীরা।

গত বছরের ১৩ নভেম্বর ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ নানা জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। পরবর্তীকালে সেই সাজা বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

পরে সরকার প্রধানের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ প্রথম দফায় দণ্ড স্থগিত করা হলে কারাগার থেকে তিনি সাময়িক মুক্তি পান।

এরপর কয়েক দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এভার কেয়ারখালেদা জিয়াগুলশানচেয়ারপার্সনবিএনপি