জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ শত শত রাজনীতিবিদ হ্যাকিংয়ের শিকার হয়েছেন। তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে তা অনলাইনে প্রকাশ করা হয়েছে।
তবে বিভিন্ন দলের রাজনীতিবিদ এই বিড়ম্বনায় পড়লেও চরম ডানপন্থী রাজনৈতিক দল এএফডি এতে আক্রান্ত হয়নি।
বিবিসি জানায়, এসব রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য, চ্যাটিং এবং অর্থনৈতিক হিসাবের বিস্তারিত চুরি করে টুইটারে প্রকাশ করা হয়েছে।
রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক ও তারকারাও এর কবলে পড়েছে। তবে এই হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। যদিও প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে দক্ষিণ পন্থী গোষ্ঠী এবং রাশিয়া এই হ্যাকিংয়ের পেছনে জড়িত।
কী পরিমাণ তথ্য চুরি করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া না গেলেও মন্ত্রী ক্যাটারিনা বারলে এই হ্যাকিংকে ‘‘ভয়াবহ আক্রমণ” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এর পেছনে যারার জড়িত তাদের লক্ষ্য হলো আমাদের গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক মনোবল নষ্ট করে দেয়া।
সরকারের একজন মুখপাত্র বলেন, চ্যান্সেলর অফিসের কোন গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়নি। বিভিন্ন স্টেটের সংসদ সদস্য, ইউরো মন্ত্রী এবং এমপিরা এর শিকার হয়েছেন।
বিজ্ঞাপন