নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিতে লো-স্কোরিং ম্যাচেও জিততে পারেনি তারকা ব্যাটিংসমৃদ্ধ ভারত। বুধবার রিজার্ভ ডেতে আড়াইশর কম সংগ্রহ গড়েও ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে কিউইরা। হারের পর নিজেদের ভুল শট নির্বাচনকে দায়ী করলেন অধিনায়ক বিরাট কোহলি।
‘আমাদের শট সিলেকশন এরচেয়ে ভালো হতে পারত। এছাড়া আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা যেভাবে খেলেছি তাতে করে আমি গর্বিত।’
ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৪ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শেষদিকে ধোনি ও জাদেজার শতরান পেরোনো জুটি স্বপ্ন দেখাচ্ছিল নতুন করে, কিন্তু কিউই বোলারদের তোপের মুখে ২২১ রানে গুটিয়ে ১৮ রানে হেরে বসে টিম ইন্ডিয়া।
ম্যাচ শেষে নিজেদের বাজে শটকে দায়ী করলেও নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতে ভুল করেননি কোহলি, ‘নকআউটে যেকোনো দলই জিততে পারে। নিউজিল্যান্ড আমাদের চেয়ে বেশি সুসংগঠিত ছিল এবং তারা সাহসী ছিল। যোগ্য দল হিসেবেই তারা ফাইনালে উঠেছে।’
রোহিত শর্মা, কোহলি ও লোকেশ রাহুল- ভারতের তিন টপঅর্ডার ব্যাটসম্যানই নামের পাশে ১ রান করে লিখিয়ে সাজঘরে ফিরেছেন। ভারত ম্যাচটা হাতছাড়া করে সেখানেই!
বিজ্ঞাপন