সড়ক দুর্ঘটনায় ২২ ঘণ্টা কোমায় আফগান ওপেনার

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ২২ ঘণ্টা ধরে কোমায় আছেন আফগানিস্তান জাতীয় দলের ওপেনার নাজিব তারাকাই। টুইটের মাধ্যমে আফগান ক্রিকেট বোর্ডের(এসিবি) সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমান্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জালালাবাদ শহরে এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ২৯ বছর বয়সী তারাকাই। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মাথায় আঘাত পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২২ ঘণ্টা ধরে কেবল কোমাতেই আছেন।

অবস্থা গুরুতর হওয়ায় তারাকাইকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী কাবুল কিংবা দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা আছে এসিবির। আফগান সমর্থকদেরও দাবী তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া হোক।

আফগানিস্তানের হয়ে একটি ওয়ানডে ও ১২টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তারাকাই। টি-টুয়েন্টিতে ওপেনিং করতে নেমে ২১ গড়ে ২৫৮ রান করেছেন ডানহাতি ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

আফগানিস্তান ক্রিকেট বোর্ডনাজিব তারাকাইসেমি লিডসেমি লিড স্পোর্টস