সুস্থ সবল দেশ গড়তে খেলাধুলার প্রচার প্রসারে এখন থেকে আর কোনো স্পোর্টস ব্যানারে সিটি ট্যাক্স নেয়া হবে না, এমন ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে হয়ে গেল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন মেনস এবং উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। সেখানে সংবাদমাধ্যমের সামনে কর ফ্রির কথা বলেন মেয়র।
‘ছয় দল নিয়ে আমরা ভলিবল প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা করছি। স্কুল পর্যায়ে ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছি। অনেক খেলা নিয়ে আমাদের অহংকার আছে। সেগুলা ফিরিয়ে আনতে হবে। জেলা বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করতে হবে।’
আগামী ২৩-২৮ ডিসেম্বর ঢাকায় হবে ভলিবলের আসরটি। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকা আতিক বললেন, ‘ভলিবল উড়ন্ত বলের দুরন্ত খেলা, আমাদের বাবা-চাচাদের খেলা। আপনাদের সবাইকে ভলিবল খেলা দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
উত্তর সিটির মেয়র মনে করিয়ে দিলেন উন্নত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই, ‘আমাদের মাদক থেকে দূরে থাকতে হবে। অনেক ঘরে মাদক ঢুকে গেছে। কিন্তু কেউ প্রকাশ করতে পারছে না। ব্যবসায়ীদের বলব ব্যবসা করতে সমাজ লাগে। সবাই মাদকাসক্ত হয়ে গেলে সমাজ কই পাবেন। খেলাধুলার স্পন্সরে আপনারা এগিয়ে আসুন। ব্যবসা করব, ছেলে-মেয়েদের জন্য খেলার মাঠ পাবো না, এটা হতে পারে না।’
বিজ্ঞাপন