বিশ্বকাপ জিততে কোহলিদের অনুপ্রেরণা যেখানে

এশিয়ার শেষ দল হিসেবে বিশ্বকাপ মিশনে দেশ ছেড়েছে ভারত। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে তৃতীয় বিশ্বকাপ জেতাই এখন বিরাট কোহলির লক্ষ্য। লক্ষ্যে এগোতে দলটি অনুপ্রেরণা নিচ্ছে ভারতীয় সেনাদের কাছ থেকে। দেশ ছাড়ার আগে দলপতি কোহলি বলে গেলেন, সেনা জওয়ানদের জন্যই বিশ্বকাপটা জিততে চায় তার দল!

ইংল্যান্ডের বিমানে ওঠার আগে সংবাদমাধ্যমে কোহলির বলা কথা মন জয় করেছে ভারতবাসীর, ‘আপনি চাইলে বিভিন্ন জায়গা থেকে অনুপ্রেরণা নিতে পারেন। তবে সেটা বড় কিছু হওয়াই ভালো। আমার মনে হয় না সেনাদের চেয়ে আর কোনো বড় অনুপ্রেরণার মন্ত্র আছে। যখন সেনাবাহিনীর পরিশ্রম আর ত্যাগের কাছে কোনকিছুই বড় নয়।’

‘যখন আমরা সেনাবাহিনীর সঙ্গে আমাদের কাজকে মিলিয়ে কিছু চিন্তা করি তখনই আমাদের মাঝে ভালো করার শক্তি চলে আসে। এর বাইরেও নানারকম বিষয় আছে। কেউ চাইলে নিজ থেকে অন্যভাবে অনুপ্রেরণা খুঁজতে পারে। তবে সেনাবাহিনীর ত্যাগের কথা ভাবলেই আমাদের মাঝে অন্যরকম এক উদ্দীপনা তৈরি হয়।’

বিরাট কোহলির সেনাপ্রীতি নতুন কিছু নয়। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সেনা জওয়ানদের স্মরণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আর্মি ক্যাপ মাথায় জড়িয়ে মাঠে নেমেছিলেন ভারত অধিনায়ক।

বিজ্ঞাপন

কোহলিবিশ্বকাপ-২০১৯ভারতভারত বিশ্বকাপ দললিড স্পোর্টস