২১শে আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলারয় শুনানির জন্য পেপারবুক তৈরির কাজ শুরু হয়েছে। এবছরের মধ্যেই তা শেষ করে মামলার শুনানির কার্যক্রম শুরু হবে। সচিবালয়ে গণমাধ্যমের কাছে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এ কথা বলেছেন। তিনি বলেছেন, একুশে আগস্টের মতো বর্বর হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করা হবে। এ জন্য বিদেশে পালিয়ে থাকা এ মামলার পলাতক আসামীদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে সরকার। তিনি আশা করেন, পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব।
বিজ্ঞাপন