সওদা’য় শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের আন্তর্জাতিক নিলাম শুরু

প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের অনলাইন নিলাম শুরু হলো অনলাইন নিলাম প্লাটফর্ম ‘সওদা’য়। এক ওয়েবিনারের মাধ্যমে এই নিলাম শুরু হয়।

রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত ওয়েবিনারে উপস্থিতি ছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পী আফজাল হোসেন, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, আর্ট এজেন্সি আর্টকনের ফাউন্ডার এ আর কে রিপন এবং সওদা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ওয়েবিনারে তার শিল্পকর্ম, দেশপ্রেম, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন তথ্য শেয়ার করেন এবং সওদা’র নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পৃথিবীতে ধৈর্যশীল মানুষের সংখ্যা খুব বেশি নয়। নতুন এ উদ্যোগের মাধ্যমে শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে হলে ধৈর্য্য-সহকারে এ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে যেতে হবে।

শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের আলোচনা করেন। তিনি বলেন, জয় বাংলা ধ্বনির চিত্রিত রূপ আমরা দেখতে পাই শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মে।‘

চিত্রশিল্পী ও অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘গতি, শক্তি, স্বপ্ন ও স্বাধীনতার জাদুকরী মিশেল আমাদের আকৃষ্ট করে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম।‘

সওদা’র বিভিন্ন দিক তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন বলেন, সওদা’র পরীক্ষামূলক ধাপ পার হয়ে এখন আমরা আন্তর্জাতিকভাবে বড় পরিসরে অকশনের আয়োজন করতে যাচ্ছি। বিখ্যাত শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো।

বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চারটি চিত্রকর্ম নিয়ে আন্তর্জাতিক অনলাইন অকশন প্ল্যাটফর্ম ‘সওদা’র এই বিশেষ নিলাম চলবে সেপ্টেম্বর মাসজুড়ে। এই অনলাইন নিলামের সঙ্গে আর্ট এজেন্সি হিসেবে যুক্ত রয়েছে আর্টকন।

বিজ্ঞাপন

চিত্রশিল্পীশাহাবুদ্দিন আহমেদ