সংসদে অর্থবিল পাস হচ্ছে আজ

জাতীয় সংসদে অর্থবিল পাস হচ্ছে আজ। শেষ সময়ে হতে পারে বড় কোনো পরিবর্তন। যুক্ত হতে পারে ব্যাংক, পুঁজিবাজার, উৎপাদনমুখী খাতসহ নানা খাতে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ।

পাশাপাশি ফ্ল্যাট-জমি কেনার মাধ্যমে কালো টাকা বৈধ করার সুযোগ থাকতে পারে। তবে কালো টাকা সাদা করায় এবার কর বাড়ছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে কালো টাকা সাদা করার জন্য ২৫ শতাংশ কর ও পাঁচ শতাংশ জরিমানা দিতে হবে।

এছাড়া মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এমএফএসের করপোরেট কর কমানোর প্রস্তাব যুক্ত হতে পারে অর্থ বিলে।

এসবের পাশাপাশি অর্থবিলে আরো কিছু সংশোধনী আসতে পারে। ১৩ জুন সংসদে প্রায় ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

জাতীয় সংসদপুঁজিবাজারব্যাংক