শান্তি আসুক পৃথিবীতে, নববর্ষে তারকাদের শুভেচ্ছা

বাঙালির দুয়ারে প্রাণের উৎসব, পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনার বর্ষবরণ উৎসব। মহামারি করোনার কারণে গেল দুই বছর মহাসংকটে ছিলো পৃথিবী। সেই স্থবিরতা কাটিয়ে এ বছর প্রাণ পেলো বাঙালির বর্ষ বরণ অনুষ্ঠান।

রজনীকান্ত সেনের গীতিকবিতা পংক্তি ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ প্রতিপাদ্য করে শুরু হয় মঙ্গল শোভাযাত্রার। দুই বছর পর স্বমহিমায় ফিরেছে এই শোভাযাত্রা। ছিলো হাজার হাজার মানুষের সতস্ফূর্ত অংশ্রগ্রহণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই উৎসবের রেশ। শুধু সাধারণ মানুষ নয়, প্রাণের এই উৎসব রাঙিয়ে তুলছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে করছেন মঙ্গল কামনা। আহ্বান করছেন, আগামির পৃথিবীতে শান্তি নেমে আসুক।

সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী:

ফজলুর রহমান বাবু, অভিনেতা:

রাহুল আনন্দ, মিউজিশিয়ান:

শিহাব শাহীন, নির্মাতা:

পূর্ণিমা, চিত্রনায়িকা:

শতাব্দী ওয়াদুদ, অভিনেতা:

অপু বিশ্বাস, চিত্রনায়িকা:

মিলা, কণ্ঠশিল্পী:

শারমিন সুলতানা সুমি, কণ্ঠশিল্পী:

নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা:

নাজিয়া হক অর্ষা, অভিনেত্রী:

আমান রেজা, চিত্রনায়ক:

গোলাম ফরিদা ছন্দা, অভিনেত্রী:

দীপা খন্দকার, অভিনেত্রী:

বিজ্ঞাপন

অসাম্প্রদায়িকউৎসবগানপয়লা বৈশাখবর্ষ বরণলিড বিনোদনশিল্পীসিনেমা