শকুন সংরক্ষণে নিরাপদ ওষুধের ব্যবহার বাড়ানোর পরামর্শ

শকুন সংরক্ষণে কিটোপ্রোফেনের বদলে গবাদিপশুর চিকিৎসায় নিরাপদ ওষুধ মেলোক্সিক্যাম ও টলফেনামিকের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে শকুন সংরক্ষণ এবং ওষুধ ব্যবস্থাপনা নিয়ে ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মজুদ থাকা নিষিদ্ধ ডাইক্লোফেনাক ও কিটোপ্রফেনের ব্যবহার বন্ধে গণসচেতনতায় ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছেন বক্তারা।

বিজ্ঞাপন

কিটোপ্রোফেনবিশেষজ্ঞশকুন সংরক্ষণ