রোববার রাতে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লড়াইয়ে মাঠে নামছে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। দুই দলই ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগে একই অবস্থানে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।
ইনজুরিতে আক্রান্ত মেসির অভাব দলে বুঝতেই দিচ্ছে না নেইমার-সুয়ারেজরা। মেসির অনুপস্থিতিতে এই দুই তারকার পা ছুঁয়ে এসেছে ১৭ গোল। এর মধ্যে ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার ১১ গোল প্রমাণ করছে, ক্যারিয়ারের সেরা সময়টাই পার করছেন তিনি।
তাদের কল্যাণে চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগায় টানা ৩ জয় পেয়েছে বার্সা। লিগে এগিয়ে যেতে জয় ছাড়া কোন কিছু ভাবছে না কোচ এনরিকে। তাই ন্যু ক্যাম্পে ভিলারিয়ালের বিপক্ষে আজ বার্সার লক্ষ্য টানা চতুর্থ জয়। রাত ন’টায় ন্যূ ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে ভিয়ারিয়াল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি কিক্স।
সেভিয়ার মাঠে আতিথেয়তা দিবে রিয়াল মাদ্রিদকে। তাদের ঘরের মাঠ ইস্টাডিও রেমন সানচেজে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে তারা।
সেভিয়ার মাঠে জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ কোচ রাফায়েল বেনিতিজ। সেভিয়া মাদ্রিদের ম্যাচটি শুরু হবে রাত দেড়’টায়। এ ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে সনি কিক্স।
বিজ্ঞাপন