শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের বোলিং তোপ আর টপঅর্ডার ব্যাটারদের দায়িত্বশীলতায় লাহোর টেস্টের দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চারশ ছুঁইছুঁই সংগ্রহের পিঠে দিচ্ছে দারুণ জবাব।
গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ৩৯১ রানে অলআউট করে স্বাগতিক দলটি। নিজেরা নেমে ১ উইকেটে ৯০ রান তুলে দিন শেষ করেছে বাবর আজমের দল।
প্রথমদিনের ২৩২ রান নিয়ে নেমে মঙ্গলবার অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় সফরকারীরা। ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ১৩৫ রান। ৬৭ রানে নোমান আলীর বলে ক্যারি এলবিডব্লিউ হলে ভাঙে জুটি।
১২ রানের ব্যবধানে আউট হন গ্রিনও। নাসিম শাহের বলে বোল্ড হওয়ার আগে ৯ চারে ৭৯ রান করে যান অজি অলরাউন্ডার। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩৯১ রানে।
পাকিস্তানের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। একটি করে উইকেট নোমান আলী ও সাজিদ খানের।
নিজেরা নেমে ২০ রানে ইমাম-উল-হকের উইকেট হারায় স্বাগতিক দল। দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করে দেন আবদুল্লাহ শফিক ও আজহার আলী। শফিক ৪৫ ও আজহার ৩০ রানে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন।
বিজ্ঞাপন