রির্জাভ থেকে ঋণ: সর্তক করলেন সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ

কোন রাজনৈতিক বা পারিপার্শ্বিক অবস্থার চাপে নয়, রির্জাভ থেকে নেয়া ঋণ যেনো অর্থনৈতিক উন্নয়ন বিবেচনায় ব্যবহার করা হয়, সে বিষয়ে সর্তক করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ।

প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছে সরকার। এই বিনিয়োগের জন্য একটি তহবিল গঠন এবং সেই তহবিল থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে পায়রা কর্তৃপক্ষকে ঋণ দেয়া হবে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমন সতর্ক করেছেন সাবেক এই গর্ভনর।

তার মতে, প্রথমবারের মতো দেশের অবকাঠামো খাতের উন্নয়নের জন্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত যৌক্তিক। তবে এই ঋণ উদ্যোক্তাদের দিতে হলে বৈদেশিক মুদ্রা পরিচালনার নিয়ম-নীতি মেনেই কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে রাখতে হবে।

ড. সালেহ উদ্দিন আহমেদ জানান, ঋণের অর্থ পরিশোধের সময়ও টাকায় নয় বরং হতে হবে বৈদেশিক মুদ্রাতেই।

প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৫ হাজার ৪১৭ কোটি টাকা ঋণ যাচ্ছে রাষ্ট্রীয় খাতের সোনালী ব্যাংকের মাধ্যমে। ১০ বছর মেয়াদী এই অর্থায়নে পায়রা বন্দরের ড্রেজিংসহ অন্য অবকাঠামো উন্নয়ন করা হবে।

বিজ্ঞাপন

পায়রা বন্দরের ড্রেজিংবাংলাদেশ ব্যাংকরির্জাভ থেকে ঋণসাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদসোনালী ব্যাংক