সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন কোচ স্টিভ রোডসের অধীনে প্রথমবার মাঠে নামছে টাইগাররা। দ্বিতীয়দফা অধিনায়কত্ব পাওয়ার পর প্রথমবার সাদা পোশাকে নামছেন সাকিব আল হাসান।
ম্যাচে বাংলাদেশের ৮৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার আবু জায়েদ রাহীর। তার সঙ্গে পেস সামলানোর দায়িত্ব বর্তেছে রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বির কাঁধে। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
একাদশে তিনজন উইকেটরক্ষক নিয়ে নেমেছে বাংলাদেশ। লিটস দাস, মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান আছেন গ্লাভস সামলানোর বিকল্পে। তবে এই ম্যাচে সোহানের হাতেই গ্লাভস থাকবে, বাকি দুজন কেবলই ব্যাটসম্যানের ভূমিকায়।
অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচ পেস সহায়ক। শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, কেমার রোচ, মিগুয়েল কামিন্সের মতো পেসারদের নিয়ে গড়া ক্যারিবীয় আক্রমণ দুর্দান্ত। সফরকারীদের সামনে তাই পেস সামলানোর চ্যালেঞ্জ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের তেমন কোনো সুখস্মৃতি নেই। সাদা পোশাকের ক্রিকেটে ২০০৯ সালে সিরিজ জয়ের যে সাফল্যটি এসেছিল সেটি স্বাগতিকদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে। আর সবশেষ ২০১৪ সালের সফর ছিল হতাশায় ঢাকা।
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ করে দিয়েছে র্যাঙ্কিং। আটে থাকা বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্বাগতিক শিবির। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৫ আর স্বাগতিকদের ৭২। বাংলাদেশ যদি ১-০ তে সিরিজ হেরে যায় তাহলে ক্যারিবীয়দের পেছনে চলে যাবে সাকিব আল হাসানের দল। তখন উইন্ডিজের পয়েন্ট হবে ৭৫ আর বাংলাদেশের কমে হবে ৬৯।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি।
বিজ্ঞাপন