রাষ্ট্রপতি হিসেবে যেমন আবদুল হামিদ

বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন মো. আবদুল হামিদ। বিশেষ এই মুহূর্তে চ্যানেল আই স্টুডিওতে উপস্থিত হন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পেশাগত ও ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ। তিনি বলেন রাষ্ট্রপতি হিসেবে ও ব্যক্তিগতভাবে উনাকে আমি যেভাবে দেখেছি পুরো বাংলাদেশের মানুষ একইভাবে দেখেছে। তিনি খুবই প্রাণ খোলা মানুষ এবং সবার সাথে মিশতে পছন্দ করেন। এছাড়াও কথা হয় তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের অনান্য বিষয় নিয়ে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ কয়েকজন বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, সাংবাদিক, কূটনীতিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন

২১তম রাষ্ট্রপতিআবদুল হামিদচ্যানেল আইচ্যানেল আই অনলাইনবাংলাদেশমো.আবদুল হামিদরাষ্ট্রপতিলিড মাল্টিমিডিয়া