রোববার পর্দা নামা বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড়টির নাম সাকিব আল হাসান। এক আসরে পাঁচ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া রোহিত শর্মা আছেন সবার শীর্ষে। রানবন্যার বিশ্বকাপেও এক আসরে শচীন টেন্ডুলকারের গড়া সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ডটি থেকেছে অক্ষতই।
লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে শিরোপার মঞ্চে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সুপার ওভার রোমাঞ্চের পর নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস লিখেছে স্বাগতিকরা। প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইংল্যান্ড। বিপরীতে টানা দুবার ফাইনালে হার দেখতে হয়েছে নিউজিল্যান্ডকে।
আসরে পাঁচ সেঞ্চুরিতে সর্বোচ্চ ৬৪৮ রান করে সংগ্রাহকের সবার ওপরে রয়েছেন রোহিত শর্মা। ৯ ম্যাচে ৮১ গড়ে ৫টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে এই রান করেছেন ভারতীয় ওপেনার। এক রান পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার রয়েছেন দুই নম্বরে। ১০ ম্যাচে ৭১.৮৮ গড়ে তিনটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে রান তুলেছেন অজি ওপেনার।
খুব একটা পিছিয়ে থেকে শেষ করেননি সাকিব। ম্যাচ কম খেলেছেন। মাত্র ৮ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন বাংলাদেশের বিশ্বসেরা বাঁহাতি মহাতারকা। ৫টি হাফসেঞ্চুরি ও দুটি সেঞ্চুরিতে এ রান করেছেন সাকিব। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডও তারই।
চার নম্বরে রয়েছেন নিউজিল্যান্ড ভরসা হয়ে জ্বলা কেন উইলিয়ামসন। কিউই দলনায়ক ৮২.৫৭ গড়ে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে ৫৭৮ রান করেছেন। একইসাথে বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার কীর্তিও গড়েছেন।
জো রুট তালিকার পাঁচ নম্বরে রয়েছেন। শিরোপা জেতা তারকা করেছেন ৫৫৬ রান। ফাইনালে মাত্র ৭ রান করে আউট হন রুট। তার সতীর্থ জনি বেয়ারস্টো তালিকার ছয় নম্বরে রয়েছেন। ৫২.৬০ গড়ে ৫২৬ রান তার। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫০.৭০ গড়ে করেছেন ৫০৭ রান।
সেরা দশে থাকা অপর তিনজন হলেন বাবর আজম, বেন স্টোকস ও জেসন রয়। বাবর ৪৭৪, স্টোকস ৪৬৫ এবং রয় ৪৪৩ রান করেছেন। ভারত অধিনায়ক কোহলি রয়ের সমান ৪৪৩ রান করলেও শীর্ষ দশের বাইরে রয়েছেন গড়ের হিসেবে।
শীর্ষ ১০ রান সংগ্রহকারী
খেলোয়াড় ইনিংস রান সর্বোচ্চ গড় সেঞ্চুরি হাফসেঞ্চুরি স্ট্রাইকরেট
রোহিত শর্মা ৯ ৬৪৮ ১৪০ ৮১.০০ ৫ ১ ৯৮.৩৩
ডেভিড ওয়ার্নার ১০ ৬৪৭ ১৬৬ ৭১.৮৮ ৩ ৩ ৮৯.৩৬
সাকিব আল হাসান ৮ ৬০৬ ১২৪* ৮৬.৫৭ ২ ৫ ৯৬.০৩
কেন উইলিয়ামসন ৯ ৫৭৮ ১৪৮ ৮২.৫৭ ২ ২ ৭৪.৯৬
জো রুট ১১ ৫৫৬ ১০৫ ৬১.৭৭ ২ ৩ ৮৯.৫৩
জনি বেয়ারস্টো ১১ ৫৩২ ১১১ ৪৮.৩৬ ২ ২ ৯৩.৫৯
অ্যারন ফিঞ্চ ১০ ৫০৭ ১৫৩ ৫০.৭০ ২ ৩ ১০২.০১
বাবর আজম ৮ ৪৭৪ ১০১ ৬৭.৭১ ১ ৩ ৮৭.৭৭
বেন স্টোকস ১০ ৪৬৫ ৮৯ ৬৬.৪২ ০ ৫ ৯৩.১৮
জেসন রয় ৭ ৪৪৩ ১৫৩ ৬৩.২৮ ১ ৪ ১১১.৩৬
বিজ্ঞাপন