লা লিগায় বাংলাদেশ সময় রাত ৯’টায় গেটাফের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে শীর্ষ স্থান আরও মজবুত করতে রাত দেড়’টায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা।
বার্নাব্যুতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ গেটাফে। এল ক্লাসিকোতে হারের পর টানা তিন ম্যাচ জয় পায় বেনিতেজের দল। তবে শীর্ষ থেকে নেমে রিয়াল আছে এখন টেবিলের তিনে।
আজ জিতলে শীর্ষের আরেক ধাপ কাছে যেতে পারবে রিয়াল। আজকের আরেকটি ম্যাচে গ্রানাডাকে হারাতে পারলে দু’নম্বরেই থাকবে অ্যাথলেটিকো মাদ্রিদ।
শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৩। টানা জয়ে অনেকটাই স্বস্তিতে মেসি-নেইমার-সুয়ারেজরা।
বিজ্ঞাপন