রাজধানীর আটটি স্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। আট কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার করে ৪০ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়ার কথা রয়েছে। কেন্দ্রগুলো হলো: মিরপুরের ঢাকা কমার্স কলেজ ও স্কলাসটিকা স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, ধানমণ্ডির কাকলী স্কুল, বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো স্কুল, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তরার সাউথব্রিজ স্কুল।
বিজ্ঞাপন