‘পরীক্ষার ফল খারাপে’র কারণে কলেজ ক্যাম্পাসে দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর কথিত আত্মহত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজে ভাঙচুর চালিয়েছে ছাত্ররা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, দোতলার সিঁড়ি থেকে নিচতলায় পড়েন শাহরিয়ার আলম আকাশ নামের ওই শিক্ষার্থী। তাদের ধারণা পরীক্ষার ফল খারাপ হওয়ায় আকাশ আত্মহত্যার চেষ্টা করে।
তবে ঘটনার চার ঘণ্টা পরও ওই ছাত্রের পরীক্ষার ফলাফল কি ছিল তা জানাতে পারেননি কলেজটির অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল।
সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর আকাশকে তাৎক্ষণিকভাবে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়।
তার সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
বিজ্ঞাপন