যে কারণে বাড়লো খেজুরের দাম

ঢাকার বাদামতলীর ফলের আড়তগুলো সব সময়ই সরগরম। রমজানে ফলের চাহিদা বেশি থাকে বলে ফলের বিকি-কিনি বেশি। রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসেবে থাকে খেজুর। সাথে আপেল, মাল্টা, আঙুর ও মৌসুমী ফলেরও চাহিদা থাকে। বাদামতলীর পাইকারি বাজারে গিয়ে দেখা যায় অন্যান্য ফলের তুলনায় খেজুরের দাম কিছুটা চড়া। এবছর খেজুরের দাম পাইকারি থেকে খুচরা পর্যায় পর্যন্ত বেড়েছে ৩০ থেকে ৫০ শতাংশ।

বিজ্ঞাপন

খেজুরফলের আড়ৎরমজান ২০২৩ মাল্টিমিডিয়া