মেসির কিডনিতে পাথর

ইনজুরির ধকল কাটিয়ে মাত্রই খেলায় ফিরেছিলেন, এরই মাঝে দু:সংবাদ। কিডনির ব্যথায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারছেন না বার্সা সুপারস্টার লিওনেল মেসি। বার্সেলোনার অফিসিয়াল টুইটারে বলা হচ্ছে ‘রেনাল কলিকে’ আক্রান্ত।

তাই মেসিকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে লুইস ফেলিপ স্কলারির দল গুয়াচু এভারগ্রান্ডের বিপক্ষে মাঠে দেখা যাবে না। ‘রেনাল কলিক’ কিডনি সংক্রান্ত ব্যথা যেটা শুখু মাত্র কিডনিতে পাথর জমলেই হয়। তাই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে নেইমারের পর মেসির না থাকাটা আঘাত হয়েই এলো টিম বার্সার জন্য।

এর আগে দলটির ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার ইনজুরির ধাক্কায় মাঠের বাইরে চলে যান। তবে ঠিক কতো দিনের জন্য মেসিকে মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়টি এখনও পরিস্কার নয়।

পরীক্ষা শেষেই বলা যাবে ঠিক কতো দিনের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে আর্জেন্টাইন এ ফুটবল সুপারস্টারকে।

এর আগে আরেক বার্সা তারকা ডেভিড ভিয়া এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে সেবার তাকে খুব বেশি দিন মাঠের বাইরে থাকতে হয়নি। তবে এখন পর্যন্ত এতটুকু নিশ্চিত বার্সা যদি এভারগ্রান্ড বাধা উতরাতে পারে ১০ ডিসেম্বর জাপানে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপের ফাইনালে দেখা যাচ্ছেনা লিওকে।

বিজ্ঞাপন

বার্সেলোনালিওনেল মেসি