দেশে করোনার টিকা উৎপাদনের সক্ষমতা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটির মূল্যায়নে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে দেশের স্বনামখ্যাত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আজ রোববার বিকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।
জানা যায়, ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা যাচাইতে কোর কমিটির ২৫ নম্বরেরর মধ্য ২১ নম্বর পেয়েছে ইনসেপ্টা। পাঁচটি পর্যায়ে এই সক্ষমতার বিচারে নম্বর দিয়েছে কমিটি।
এরমধ্যে ভ্যাকসিন তৈরির জন্য কাঁচামাল সরবরাহ পেলে ফিল ফিনিস ও বাল্ক এনে টিকা উৎপাদনে পাঁচ নম্বরের মধ্যে চার পেয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। তবে চুড়ান্ত অনুমোদনের বিষয়টি এখনো কেউ নিশ্চিত করেনি।
সূত্র জানায়, আগামীকাল সোমবার এই বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওই ব্রিফিংয়ে চীনের সিনোফার্মার করোনা ভ্যাকসিন দেশে উৎপাদনের জন্য ইনসেপ্টাকে অনুমতি দেয়া হবে কি না, তাও চুড়ান্তভাবে জানানো হবে।
বিজ্ঞাপন