সারাদিনে ইংল্যান্ড উইকেট হারিয়েছে কেবল ২টি। ভারত হারিয়েছে ১০টি। এরপরও দিনশেষে ভারতই লড়াইয়ের ময়দানটা জিতেছে বলা যায়। সেটা সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির ১৪৯ রানের ধ্রুপদী এক ইনিংসের কল্যাণে।
বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ পর্যন্ত যেয়ে থামে ভারত। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৯ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার আগের দিনের রানের সাথে মাত্র ২ যোগ করেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় ইংল্যান্ড। স্যাম কুরানকে উইকেটের পেছনে কার্তিকের ক্যাচ বানিয়ে শেষটা টানেন মোহাম্মদ সামি।
সেই স্যাম কুরানই পরে ব্যাটিংয়ে নামা ভারতকে একের পর এক ধাক্কা দিতে থাকেন। সফরকারীদের প্রথম তিনটি উইকেটই তার দখলে যায়। শেষপর্যন্ত ৭৪ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার এ পেস-অলরাউন্ডার। ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, রশিদ ও স্টোকস।
ইংলিশদের বোলিং তোপের সামনে টপাটপ উইকেট পড়েছে ভারতের। যদিও দুইঅঙ্ক পেরোতে পেরেছেন ছয় জন, তবে তাদের একজনই পেরেছেন ৩০-এর কোটা পেরোতে। তিনি আবার ইনিংস টেনে নিয়েছেন ১৪৯ রান পর্যন্ত। শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২২ চার ও এক ছক্কায় ২২৫ বলের ঝলমলে ইনিংস ভারত অধিনায়কের। ক্যারিয়ারের ২২তম টেস্ট শতক। রশিদের বলে ব্রডকে ক্যাচ দিয়ে থেমেছেন।
বাকিদের মধ্যে মুরালি বিজয় ২০, শেখর ধাওয়ান ২৬, আজিঙ্কা রাহানে ১৫, হার্দিক পান্ডিয়া ২২, রবিচন্দ্র অশ্বিন ১০ রানের অবদান রেখেছেন।
প্রথম ইনিংসে চার উইকেট নেয়া অশ্বিনই দিনের শেষে অভিজ্ঞ অ্যালিস্টার কুককে বোল্ড করে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কা দিয়েছেন। ৯ উইকেট হাতে রেখে ২২ রানের লিড আছে স্বাগতিকদের। তৃতীয় দিনে উজ্জীবিত ভারতের সামনে কতদূর আগাতে পারে ইংলিশরা সেটাই দেখার।
বিজ্ঞাপন