ভারত সফরে টি-টুয়েন্টি দলে আল-আমিন, সানি

লম্বা সময় অপেক্ষার পর জাতীয় দলে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ভারত সফরের টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাদের। দু’জনই দেশের জার্সিতে সবশেষ খেলেছেন ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে।

স্বেচ্ছা বিরতি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। ফেরানো হয়য়েছে সৌম্য সরকারকেও।

টিকে গেছেন সবশেষ ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অভিষেকে আলো ছড়ানো লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ব্যাটে-বলে দারুণ করা আফিফ হোসেন এবং অভিষেকের অপেক্ষায় থাকা নাঈম শেখ। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর ভারতের বিপক্ষ তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তারপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৯ বছরে দ্বিতীয়বারের মতো ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।

টি-টুয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

বিজ্ঞাপন

আরাফাত সানিআল আমিন হোসেনবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস