ভারত সফরের দল থেকে ছিটকে যাচ্ছেন সাইফউদ্দিন!

সাইফউদ্দিনকে নিয়ে সংশয় ছিল আগে থেকেই। তবুও এ পেস-অলরাউন্ডারকে ভারত সফরের টি-টুয়েন্টি দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু ক্যাম্প শুরুর আগেই এলো দুঃসংবাদ, কোমরের পুরনো চোটের কারণে ছিটকে যাচ্ছেন এ তরুণ।

সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, সাইফউদ্দিনের চোট নিয়ে ফিজিও রিপোর্ট আনুষ্ঠানিকভাবে হাতে এলেই হয়ে যাবে সিদ্ধান্ত। মৌখিকভাবে নির্বাচকরা যা জানতে পেরেছেন, তাতে খেলার অবস্থায় নেই সাইফউদ্দিন।

সোমবার দুপুরেই বাংলাদেশের সাউথ আফ্রিকান ফিজিও জুলিয়ান সাইফউদ্দিনের ইনজুরি রিপোর্ট জমা দেবেন বিসিবিতে।

সাইফউদ্দিন ছিটকে গেলে বাংলাদেশ দল হয়ে যাবে ১৪ সদস্যের। বাড়তি একজনকে নেয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি। মিনহাজুল আবেদীন বললেন, ‘আমরা ১৫ সদস্যের দল দিয়েছিলাম। যেহেতু একজন বেশিই রেখেছি তাতে আমাদের বিকল্প খেলোয়াড় নাও লাগতে পারে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরমোহাম্মদ সাইফউদ্দিনলিড স্পোর্টস