বৈশ্বিক মহামারিতে চ্যালেঞ্জের সাথে সম্ভাবনাও রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক মহামারির এই সময়ে ব্যবসা বাণিজ্যে যেমন চ্যালেঞ্জ আছে তেমনি নতুন করে সম্ভাবনাও তৈরী হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, এই সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানি শিল্পের করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এই সংকটকালে তৈরি পোশাক শিল্পকে কোন আর্থিক সুবিধা দেয়া হয়নি। এক সিদ্ধান্তে আমরা নির্ধারণ করেছি ২ শতাংশ হারে লোন দেয়া হবে যা তারা কিছু দিন পর শোধ করবে। 

তিনি আরও বলেন, করোনাভাইরাসজনিত সংকটে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে।পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।

সরকারের পক্ষ থেকে তৈরি পোশাক শিল্প বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়নি। যাদের কাজ আছে তারা স্বাস্থ্য বিধি মেনে গার্মেন্টস খোলা রাখতে পারে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসবাণিজ্যমন্ত্রী টিপু মুনশিবৈশ্বিক মহামারী