বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা

দীর্ঘ ৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত নভেম্বরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থাইটিস ও খাদ্যনালীতে রক্তক্ষরণসহ নানা রোগ নিয়ে গুরুত্বর অসুস্থ হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্বাবধানে তিনি হাসপাতালে ভর্তি হন। তার উন্নত চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়। বর্তমানে কেমন আছেন বেগম খালেদা জিয়া, বাসায় থেকে কিভাবে চিকিৎসার হবে তাঁর এ বিষয়ে খোলাখুলি কথা বললেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন লিভার সিরোসিসের চিকিৎসা যুক্তরাজ্যে ছাড়া দেশে সম্ভব নয়।

বিজ্ঞাপন

উন্নত চিকিৎসাখালেদা জিয়াডা. এ জেড এম জাহিদ হোসেনবিএনপি