বিশ্বজুড়ে ‘সূর্যবংশী’র দাপট, আয় ২৫০ কোটি রুপির বেশি

বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে অক্ষয় কুমার অভিনীত রোহিত শেঠির ছবি ‘সূর্যবংশী’। এরইমধ্যে ছবিটি ২৫০ কোটি রুপির গণ্ডি পার করলো!

এ যেন দীর্ঘদিন পর বলিউডের বক্স অফিসে চমক দেখানো এক সিনেমা। জানা গেছে, মুক্তির ১৭তম দিনে শুধুমাত্র ভারতেই ‘সূর্যবংশী’র আয় দাঁড়িয়েছে ১৭৮ কোটি রুপি!

এছাড়া বিশ্বের নানা দেশে ছবিটি দারুণ ব্যবসা করছে। সব মিলিয়ে বর্তমানে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৬৩.৫৭ কোটি রুপিতে।

পুলিশি অ্যাকশনভিত্তিক সিনেমাটি দেখতে দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন। পাশাপাশি অক্ষয়-ক্যাটরিনা জুটির ‘টিপ টিপ বর্ষা পানি’ও প্রশংসা পাচ্ছে। করোনা মহামারীর কারণে নিষ্প্রাণ সিনেমাহলগুলোতে আবার প্রাণ ফিরিয়েছে এই ছবি।

২০২০ সালের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূর্যবংশী’র। তবে করোনাভাইরাস মহামারীর কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ৫ নভেম্বর ছবিটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে।

বিজ্ঞাপন

অক্ষয়অভিনয়অভিনেতাক্যাটরিনাবলিউডরোহিত শেঠি