স্বপ্নের ফানুস উড়িয়ে বিশ্বকাপের দেশ ভারতের গৌহাটিতে পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসরে প্রথমপর্বে নয়টি ম্যাচ খেলবে টিম টাইগার্স। সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছাতে পারলে ম্যাচের সংখ্যা বেড়ে যাবে আরও দুটি। তার আগে খেলা শেষ নয়টি ওয়ানডের পরিসংখ্যান অবশ্য সাকিবদের পক্ষে নেই, সেখানে পরাজয়ের সংখ্যাই বেশি।
বিজ্ঞাপন