বিলুপ্তির পথে ‘লকমা রাজবাড়ি’

জয়পুরহাটের পাঁচবিবিতে কড়িয়া সীমান্তের কোলঘেঁষা লকমা গ্রামে রাজবাড়িটি অবস্থিত। এই গ্রামের নামেই ঐতিহাসিক স্থাপনাটির নাম করা হয়েছে লকমা রাজবাড়ি। ঠিক কত সালে রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল তার সঠিক তথ্য জানা যায়নি। অনেকের মতে স্থাপত্যটি রাজা লক্ষণ সেন নির্মাণ করেন। আবার কারো মতে চৌধুরী হাদী মামুন নামের কোন ব্যক্তি আড়াইশ বছর আগে এটি নির্মাণ করেছেন। রাজবাড়িটির মোট আয়োতন ১৫ বিঘা। চুন,সুরকী এবং ইট দ্বারা নির্মিত তিনতলা প্রাচীন এই রাজবাড়িটি। তিনতলার মধ্যে একতলা আগেই মাটির নীচে দেবে গেছে। রাজবাড়িটির মোট কক্ষের সংখ্যা ১৭টি। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এর স্থাপত্য শৈলী ও নান্দুনিকতা দেখতে প্রতিদিনই ভিড় করছেন বহু দর্শনার্থী।

জয়পুরহাট