বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনের ৬ষ্ঠ তলা থেকে রাত ১০টার কিছু সময় পর হঠাৎ ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুন লাগার শঙ্কায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এটা বড় কোনো ক্ষতির কারণ হবে না বলে আশ্বস্ত করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।
বিডিবিএল ভবেনে ধোঁয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের অন ডিউটি কন্ট্রোলরুম অপারেটর অফিসার মাহফুজ রিবেল চ্যানেল আই অনলাইনকে জানান: আমাদের পর্যবেক্ষক টিম সেখানে পৌঁছেছে। তারা এখন পর্যন্ত আমাদের জানিয়েছে, ওখানে হালকা ধোঁয়া এবং গ্যাস লাইনে লিকেজের অস্তিত্ব তারা পেয়েছে।
তিনি জানান: এখন পর্যন্ত এখান থেকে বড় কোন দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের মতো ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভবনা একেবারেই নেই। তবে গ্যাস লিকেজের কারণ এখনও সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট ধারণা পায়নি পর্যবেক্ষক দল।
পর্যবেক্ষক দল রিপোর্ট দেওয়ার পর ধোঁয়া এবং গ্যাস লিকেজে প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান মাহফুজ।
এ ঘটনায় জন সাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
বিজ্ঞাপন