বিএনপির কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়াচ্ছে: পরিকল্পনামন্ত্রী

বিএনপির কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার সাভারের বিরুলিয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসডা বাংলাদেশের আয়োজনে টেকসই উন্নয়নের এক শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসময় আরও বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে বলেও বলেন তিনি।

অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ-শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেল ব্যবস্থা রক্ষায় সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচী হাতে নিয়েছে।

বিজ্ঞাপন

এম এ মান্নানদ্রব্যমূল্যপরিকল্পনা মন্ত্রী