রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জার্সি গায়ে খেলতে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রোনালদো নিজেই সে ইঙ্গিত দিয়েছেন।
সিআর সেভেন বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া ইংল্যান্ডের অন্য কোনো ক্লাব বা বার্সেলোনার হয়ে আমার পক্ষে খেলা কঠিন। কিন্তু ফুটবলে কিছুই নিশ্চিত করে বলা যায় না। কোনো কিছু নিয়েই ১০০ শতাংশ গ্যারান্টি দেওয়া অসম্ভব।’
তিনি আরো বলেন, ‘ফুটবলে সব সম্ভব। তবে ব্যাপারটা বাস্তবায়িত হওয়া যে খুব কঠিন, তা নিয়ে সন্দেহ নেই।’
বিজ্ঞাপন