বার্সেলোনার আজ দেয়াল ভাঙার রাত

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলানা, বায়ার্ন মিউনিখ আর চেলসি। বাংলাদেশ সময় রাত পৌনে ২’টায় বার্সার প্রতিপক্ষ এএস রোমা, বায়ার্ন খেলবে অলিম্পিয়াকোসের বিপক্ষে। ইংলিশ আর চেলসি মুখোমুখি হবে মাকাবি তেল আবিবের।

অনেক রেকর্ড আর শিরোপা জিতলেও ইউয়েফার ইতিহাসে বার্সা কখনোই রোমা হারাতে পারেনি। তিন ম্যাচের একটিতে হার অন্য দুটিতে সর্বোচ্চ ড্র করে কাতালানরা। এবার দারুণ ফর্মে থাকা বার্সা। তার ওপর শতভাগ ফিট হয়ে আজ মাঠে নামবে লুই এনরিকের দল। বোমার রক্ষণ দেয়াল ভেঙে দেয়ার সুযোগ।

তবে জয়-পরাজয় যাই হোক ‘ই’ গ্রুপ থেকে নক আউট পর্বে ওঠার সুযোগ দু’দলেরই সমান।

গ্রুপ ‘এফ’ থেকে এরইমধ্যে পরের রাউন্ড নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও গ্রীক ক্লাব অলিম্পিয়াকোস। ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে আজ দুটি আলাদা ম্যাচে মাঠে নামবে চেলসি আর ডায়নামো কিয়েভ।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনা